আইএটিএ মেম্বার সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

Passenger Voice    |    ০৪:৫১ পিএম, ২০২৩-১০-১৮


আইএটিএ মেম্বার সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সদস্যপদ লাভ করেছে। দেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স আইএটিএ সদস্যপদ লাভ করল। 

বুধবার আইএটিএ'র এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর- অপারেশনস, সেফটি অ্যান্ড সিকিউরিটি মিস্টার ব্লায়ার কাউলেস আনুষ্ঠানিকভাবে আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তর করেন। সার্টিফিকেট গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হাবিবুর রহমান, হেড অব সেলস শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশন্স মো. কামরুল ইসলাম ও আইএটিএ বাংলাদেশের ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ম্যানেজার পারভেজ ইব্রাহিম। সংবাদ বিজ্ঞপ্তি।


প্যা/ভ/ম